ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সমা‌ধি সৌধ কম‌প্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা তৎপর।

শুধু টু‌ঙ্গিপাড়া সমা‌ধিসৌধ কমপ্লেক্সে নয় গোপালগঞ্জ জেলা সদরসহ গোটা জেলা‌তেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ সড়ক, বঙ্গবন্ধুর সমাধিসৌধ সড়ক, বাইপাস সড়কসহ সমাধিতে প্রবেশের স্থানগুলোতে এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর সমাধির মূল প্রবেশদ্বারসহ বাকি দুইটি প্রবেশদ্বারও বন্ধ করে দেওয়া হয়েছে। ১ নং গেটের সামনে একটি প্রিজন ভ্যান ও একটি অত্যাধুনিক গাড়ি নিয়ে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আর ২ নং ও ৩ নং গেটের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন। তবে সমাধির ৩ নং গেটের পাশে কিছু দোকানপাট খোলা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতি বছর জাতীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে নানা কর্মসূচি হতো। এবার শুধুই নীরব শোক।

আরও পড়ুন

 

স্থানীয় এক দোকানি বলেন, আগে আমাদের ভালো বেচা-কেনা হতো। কারণ বঙ্গবন্ধুর সমাধিতে ব্যাপক জনসমাগম হতো এই দিনে। কিন্তু সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এখন তেমন কেউ বঙ্গবন্ধুর সমাধিতে আসে না। তবুও দোকান খুলে বসে আছি।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, টুঙ্গিপাড়ায় ১৫ আগস্ট উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানো কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

জবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে আগামীকাল

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার