ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর। ছবি : দৈনিক করতোয়া

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের হাতে আটক আরও ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। আটককৃতদের বিজিবি হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে হরিপুর থানা পুলিশ তাদের আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন।

এরা হলো- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কইকুড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৯), একই উপজেলার বড়গাছিয়া গ্রামের মৃত সোমুর ছেলে রমজান আলী (৪০) ও তার স্ত্রী মোমিনা বেগম (২৯), রমজান আলীর তিন সন্তান ইমরান আলী (৯), রেজিয়া (৭) ও মাসুমা (৬)। একই উপজেলার কদমতলা গ্রামের তাইজুল ইসলামের ছেলে আক্তারুল (২৪), আক্তারুলের স্ত্রী মনজুরা (১৯), আক্তারুলের দুই মাস বয়সের শিশু কন্যা তাহেরা খাতুন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে সীমান্তের ৩৫৬ এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হয়। ওই দিন কোম্পানী পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেইন পিলার এলাকার বশতপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ কর্তৃক আটক ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করলে গতকাল সোমবার রাতে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতরা বৈধ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে