ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কু-প্রস্তাবে রাজী না হওয়ায় কৌশলে ঘরে ঢুকে ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির সময় আরিফুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স শ্রেণিতে লেখাপড়া করে। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদি হয়ে কলেজছাত্র আরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ওই ছাত্রী বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের এক প্রবাসির মেয়ে। বাড়ির বাইরে গেলেই দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল কলেজ ছাত্র আরিফুল ইসলাম। কিন্ত কলেজছাত্রের কু-প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আরিফুলের অভিভাবকদের কাছে অভিযোগ করার পর ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে উঠে ওই কলেজছাত্র।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় আরিফুল ইসলাম ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় আরিফুল ইসলাম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে আরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। এ সময় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯-ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আরিফুল ইসলামকে থানা হেফাজতে নেয়। গণধোলাই খেয়ে আহত আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে