বগুড়ার সাতমাথায় ধাক্কাপার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া গেল এক ব্যক্তির
_original_1755789529.jpg)
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সাতমাথা এলাকায় ধাক্কা পার্টির খপ্পরে পড়ে ১ লাখ টাকা খুইয়েছেন শেরপুর উপজেলার তিরাইল গ্রামের বাসিন্দা সনজিত কুমার সরকার। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে। এ বিষয়ে বগুড়া সদর থানায় তিনি অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, গত বুধবার বেলা ১২টার দিকে ১ লাখ টাকা নিয়ে সনজিত তার বীমার টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে শেরপুর থেকে বাসযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১টার দিকে শহরের সাতমাথায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চারজন দুর্বৃত্ত তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওই দুর্বৃত্তরা চোখের পলকে তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এর কিছুক্ষণ পর তিনি দেখতে পান তার পকেটে থাকা ১ লাখ টাকা নেই। এ ঘটনায় তিনি ওইদিনই বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনমন্তব্য করুন