ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের

আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন। 

তিনি লেখেন, ‘বিশেষ দিন এবং সেইজন্য বিশেষ একটি শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পরে একটি নতুন শুরু থাকে। আমার আইপিএল ক্রিকেটারের সময় আজ সমাপ্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন লীগে খেলার মাধ্যমে খেলা অন্বেষণের সময় আজ থেকে শুরু হচ্ছে। আমি সেসব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে অসাধারণ স্মৃতি ও সম্পর্ক দিয়েছে এবং বিশেষভাবে আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। সামনে যা আছে, তা উপভোগ করতে ও সর্বোচ্চ কাজে লাগাতে আগ্রহী।

আরও পড়ুন

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করা অশ্বিন আইপিএলে ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ৮৩৩ রান করে ব্যাটিংতেও অবদান রেখেছেন তিনি। ৩৮ বছর বয়সী অশ্বিন আইপিএলে ১৬ বছরে পাঁচটি দলকে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে-চেন্নাই সুপর কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলক্ষ্যাইয় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সরকারি কর্মচারীদের ব্যয়বহুল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পাবনা-দাশুড়িয়া মহাসড়কে খানাখন্দ যোগ্য ঠিকাদার পাচ্ছে না সওজ

চন্দ্রনাথ মন্দির ঘিরে বৈঠক, উসকানিমূলক কার্যক্রম ঠেকাতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ