ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’ এবার বাংলায়

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী তুর্কি ড্রামা সিরিয়ালগুলোর দারুণ কদর। হলিউডের পর শুধু তারাই ড্রামা সিরিয়ালে দাপট দেখাচ্ছে বিশ্বব্যাপী। শুধু ঐতিহাসিক গল্পই নয়, সামাজিক, কমেডি কিংবা রোমান্টিক গল্প নিয়ে তৈরি তুর্কি ধারাবাহিকগুলো জয় করে নিচ্ছে দর্শকের হৃদয়। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তুর্কি সিরিয়ালগুলো। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশনে আসছে বহুল আলোচিত ও ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’। আগামী সেপ্টেম্বর থেকে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন-এ প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে সিরিজটির নতুন পর্ব।
অটোমান সাম্রাজ্যের শেষ যুগে শাসন করা সুলতান আবদুল হামিদ দ্বিতীয়ের জীবন ও শাসনকালকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিরিজ। এতে উঠে এসেছে তার সময়কার রাজনৈতিক ষড়যন্ত্র, বৈদেশিক চক্রান্ত, অভ্যন্তরীণ বিদ্রোহসহ ব্যক্তিজীবনের নানা নাটকীয় ঘটনা। ধারাবাহিকটির কাহিনিতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রীক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহ। কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান হামিদ কীভাবে ভাঙনের মুখে থাকা সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন-সেটিই চিত্রায়িত হয়েছে এ সিরিজে।
আরও পড়ুনসিরিয়ালটি বাংলাদেশের দর্শকদের বাংলা ভাষায় দেখার সুযোগ করে দেওয়া বিষয়ে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়। এ ধারাবাহিক কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং বিনোদনে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আমাদের দর্শকরা যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন, তেমনি এবার তারা একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি ইতিহাসের শিক্ষাও থাকবে-ওসমানীয় সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ, বিরহ সবকিছুর সমন্বয় থাকবে।
মন্তব্য করুন