লজ্জার রেকর্ড গড়ে লেভারকুসেন থেকে ছাঁটাই টেন হাগ

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগকে দুই বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বায়ার লেভারকুসেন। কিন্তু দুই লিগ ম্যাচ শেষেই বরখাস্ত হলেন তিনি। সোমবার লেভারকুসেন তাকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। এতে জার্মান লিগের সবচেয়ে স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করা কোচ হিসেবে লজ্জার রেকর্ড গড়েছেন টেন হাগ। সব মিলিয়ে লেভারকুসেনে তিন ম্যাচের কোচিং ক্যারিয়ার তার।
টেন হাগ ডিএফবি পোকালের ম্যাচে চতুর্থ বিভাগের দলের বিপক্ষে জয়ে শুরু করেছিলেন। কিন্তু লিগে হফেনহেইমের বিপক্ষে হারে শুরু করেন। পরের ম্যাচে ওয়াদের ব্রেমেরের বিপক্ষে ৩-৩ গোলের সমতা করে তার দল। এরপরই ছাঁটাই হয়েছেন তিনি।
তাকে চাকরিচ্যুত করে লেভারকুসেনের ক্রীড়া পরিচালক সিমন রলফেস বলেন, ‘গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতা বলছে, দল গঠন করা এবং সাফল্য পাওয়ার পথ সহজ হবে না। আমরা আমাদের দলের সামর্থ্যে বিশ্বাস করি। দলের উন্নতি এগিয়ে নিতে সম্ভাব্য সবকিছু করবো আমরা।’
আরও পড়ুনগত মৌসুম শেষ হতেই লেভারকুসেন ছাড়েন জাবি আলোনসো। তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন। এরপর টেন হাগকে হেড কোচের দায়িত্ব দিয়েছিল লেভারকুসেন।
মন্তব্য করুন