ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৯ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক আসামি গ্রেফতার হয়েছে।

তিনি শিবগঞ্জের বিনোদপুর আইরামারী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় শিবগঞ্জের মনাকষা বাজার থেকে র‌্যাব-৪ ব্যাটালিয়নের সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে মিজানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলা দায়েরের পর তিনি পলাতক হন। বিভিন্ন ছদ্মবেশে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন।

আরও পড়ুন

তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।  সাজাপ্রদানকালে পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোায়ানা জারি হয়।

এরপর তাকে গ্রেফতারে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সাথে র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় মানিকগঞ্জ র‌্যাবের দেয়া তথ্যের ভিত্তিতে মিজান গ্রেফতার হন। গ্রেফতারের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মিজানকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার

বগুড়ার ধুনটে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি গ্রেফতার

সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানীতে সহযোগিতা করছে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান