ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গায়ের জোরে দেশ শাসনের সময় শেষ হয়ে গেছে : জামায়াতের সেক্রেটারি জেনারেল

গায়ের জোরে দেশ শাসনের সময় শেষ হয়ে গেছে : জামায়াতের সেক্রেটারি জেনারেল। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে অন্তবর্তীকালীন সরকারকে সবধরণের সহযোগিতা করে আসছি। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরও আবারো কেন আন্দোলনে নামতে হচ্ছে।

সরকার চাপের মুখে মাথা নত করেছে। তাই সরকারকে সোজা করতে দেশবাসীকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলনে নেমেছি। অধিকাংশ জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও পিআর মানতে হবে। আর জনগণ যদি পিআর না মানে, তাহলে আমরা সেটা মেনে নেব। গায়ের জোরে দেশ শাসনের সময় শেষ হয়ে গেছে। এই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর টাউন হল চত্বরে পাবলিক লাইব্রেরি মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সাংবিধানিক পদে থেকে একদিন হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলে বসলেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই। তাই আগের নিয়মেই নির্বাচন হবে।

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার বিএনপির সুরে কথা বলছেন। আপনি সাংবিধানিক পদে থেকে এটা বলতে পারেন না। আমাদের কাছেও সংবিধান রয়েছে। সংবিধানের কোথাও নির্বাচন পদ্ধতি উল্লেখ নেই। তাই আমাদের বক্তব্য ষ্পষ্ট আপনারা পিআর এর পক্ষে গণভোটের ব্যবস্থা করুন।

রংপুর মহানগর জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শেষে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে রংপুর জেলার বিভিন্ন থানা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ জামায়াতের শীর্ষ নেতারা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন