বগুড়ার কাহালু থেকে দেড় হাজার কেজি পলিথিন জব্দ : ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : র্যাব-১২ এবং পরিবেশ অধিদপ্তর বগুড়ার যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার ভাগদুগড়া, মুরুইলস্থ ভাই ভাই পলিমার কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধা আনুমানিক সোয়া ৭ টায় র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে কাহালু থানাধীন ভাগদুগড়া, মুরুইলস্থ ভাই ভাই পলিমার কারখানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগে কারখানার মালিক বগুড়া সদরের পালশা চৌকির পাড়ার আয়নাল শেখের ছেলে হেলাল শেখ (৩২)কে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
আরও পড়ুনএকই সাথে পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার সময় ১৪৯৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন, ২৪৮ কেজি পলিথিন উৎপাদনের কাচামাল, ৩০ টি বুশ এবং ১৪ টি সিলিন্ডার জব্দ করা করা হয়।
মন্তব্য করুন