ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মেয়েরা আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা সেটা তাদের ফেস দেখলেই বোঝা যায়: মেহজাবীন

মেয়েরা আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা সেটা তাদের ফেস দেখলেই বোঝা যায়: মেহজাবীন

দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন সুখী দাম্পত্য তাদের। সংসার জীবনে ইতোমধ্যে প্রায় ৮ মাস কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। এই সময়টা কেমন কেটেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অনুভূতিই প্রকাশ করলেন এই তারকা। 

উপস্থাপক যখন মেহজাবীনকে বিবাহিত জীবনের ২৩৪ দিন পার করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, তখন হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বলেন, এটা কে গুনেছে বসে বসে?  তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এই হিসাব এসেছে শুনে অভিনেত্রী আনন্দের সঙ্গে জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

মেহজাবীন মনে করেন, বিয়ের পর তার জীবনে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে। বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনও আছে।

আরও পড়ুন

তবে অভিনেত্রী আরও যোগ করেন যে, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়ে গেছে। বলেন, ‘আগে কোনো কিছু আমার জন্য করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম... এখন আসলে আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে, আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।

উপস্থাপক যখন মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ বলে অভিহিত করেন, তখন অভিনেত্রী হেসে উত্তর দেন যে এটি তিনি এর আগেও শুনেছেন। মেহজাবীন বলেন, “আমাকে একজন কয়দিন আগে এসে এরকম করে বললেন, ‘মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা সেটা তাদের ফেস দেখলেই বোঝা যায়। তো আমাকে দেখে বলছেন, ‘তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে।’ তো আমি জানিনা উনি কিভাবে বুঝেছেন, বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত