ভিডিও

দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট: মে ২২, ২০২৪, ০৮:০১ রাত
আমাদেরকে ফলো করুন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ের সমন্বিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশন ১৫৩টি উপজেলার ফলাফল সমন্বয় করেছে। এতে দেখা গেছে, ব্যালটে অনুষ্ঠিত ১২৯টি উপজেলায় গড় ভোট পড়েছে ৩৮ দশমিক ৪৭ শতাংশ। অপরদিকে ইভিএমে অনুষ্ঠিত ২৩টি উপজেলায় গড় ভোট পড়েছে ৩২ দশমিক ১৭ শতাংশ। মঙ্গলবার (২১ মে) ১৬৫টি উপজেলায় নির্বাচন হলেও ৩টিতে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হওয়ায় ওই তিনটির ফল ইসি থেকে সমন্বয় করা হয়নি।

ইসির তথ্যমতে, ১৫৩টি উপজেলায় ৩ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে এক কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সবচেয়ে ভোটের হার বেশি পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। এ উপজেলায় ভোট পড়েছে ৭৪ দশমিক ৯৫ শতাংশ। অপরদিকে সব থেকে কম ভোট পড়েছে রাজশাহীর বাড়মারা উপজেলায়। এ উপজেলায় ভোটের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, ভোটের হার ৩০ শতাংশের বেশি হয়েছে।

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৩৯টি উপজেলায় ভোট পড়েছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS