ভিডিও

বগুড়ার আদমদীঘি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৯:৩৭ রাত
আপডেট: জুন ২৪, ২০২৪, ০৯:৩৭ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও উপজেলা প্রশাসনের পক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের নির্বাচনের পর প্রথম মাসিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন আদমদীঘি উপজেলা পরিষদের পুনরায় নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমমান পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

এ সময় তাদের সংবর্ধিত করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শেখ মাহবুব, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণি সম্পদ অফিসার ডা: আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান, জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুল হক আবু, আব্দুস ছালাম, শামিম উল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS