ভিডিও

 কুমিল্লায় আন্দোলনকারীদের কাছে জিম্মি পুলিশ,গাড়ি ভাঙচুর 

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ০৫:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন । মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক এএসপিসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। 

সরেজমিনে দেখা যায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। পাশের একটি ভবনে অবস্থান নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। পরে ওই ভবনে তাকেসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS