ভিডিও

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের অধিকার চাওয়ায় আমাদের সহপাঠীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলার বিচার আর আমাদের কোটা সংস্কারের দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা কোটা বাতিল নয় সংস্কার চেয়েছি। এতে সন্ত্রাসীরা আমাদের ওপর নির্মম হামলা চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আমরা এখানে আছি। আমাদের কোনো নির্দেশ নেই। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS