ভিডিও

কোটা আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৫:০৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের (২২) দাফন সম্পন্ন হয়েছে। এ রআগে তার জানাজায় লাখো মানুষের ঢল নামে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ওয়াসিম আকরামকে।

এর আগে রাত ৩টার দিকে ওয়াসিম আকরামের মরদেহ তার গ্রামে পৌঁছায়। এলাকার শত শত মানুষ তার মরদেহ দেখতে বাড়িতে ভিড় জমান। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় সূত্র মতে, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মাঝে ওয়াসিম দ্বিতীয়। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। সেই ওয়াসিম হঠাৎ কোটা সংস্কার আন্দোলনে গিয়ে এভাবে হারিয়ে যাবে কল্পনাও করেনি কেউ। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।

তিনি পেকুয়া উপজেলার মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে ২০১৬-১৭ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০১৭ সালে এসএসসিতে উত্তীর্ণ হন। পরে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাসের পর স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

সবশেষ ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেছেন পেকুয়া ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS