ভিডিও

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪ জন।
পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠি নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ছাত্ররা আহতের বিষয়টি তিনি অবগত নন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS