ভিডিও

কুবিতে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৭:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে সিন্ডিকেটের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা প্রশাসনের এ নির্দেশ নাকচ করে ‘হল আমরা ছাড়ব না' স্লোগানে মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হন।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য উদ্দ্যেশ্যেপ্রণিতভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়ার যে নির্দেশনা আসছে তা আমরা ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছি। আমরা হলেই থাকব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব। চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক না। আমরা কোনোভাবেই হল ছাড়ার নির্দেশ মানছি না। যা কিছু হয়ে যাক হল ত্যাগ করবো না।

এ বিষয়ে কুবির পাঁচ হলের প্রভোস্টদের সঙ্গে কথা বললে তারা বলেন, এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত। আমরা তাদের পক্ষ হয়ে হলের শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS