ভিডিও

হল ছাড়বে না খুবি শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৮:০৪ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে সড়ক অবরোধ করে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। হল আমরা ছাড়বো না। বিদ্যুৎ লাইন কেটে দিলে, পানির লাইন কেটে দিলেও আমরা হল থেকে নামব না।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS