ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

জন্মদিনে অন্যরকম সকালে শাবনাজ...

জন্মদিনে অন্যরকম সকালে শাবনাজ...

অভি মঈনুদ্দীন : ‘চাঁদনী’খ্যাত নায়িকা শাবনাজের জন্মদিন ছিলো গতকাল। গতকাল (২৯ অক্টোবর) সকালে শাবনাজ তার স্বামী নায়ক নাইম, মেয়ে নামিরা, ছোট দুই বোন সোনিয়া, মৌ, মৌয়ের স্বামী মনির ও সোনিয়ার মেয়ে শানায়া শাহনাজ’কে সঙ্গে নিয়ে রাজধানীর ক্যান্টনম্যান্টের অভ্যন্তরে অবস্থিত ‘কুর্মিটোলা গল্ফ ক্লাব’-এ পারিবারিক আবহে এক অন্যরকম সময় পার করেন।

মূলত শাবনাজের বোন সোনিয়ার পরিকল্পনায় শাবনাজ সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হন। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত সেখানে সবাই মিলে এক আনন্দঘন সময় পার করেন। শাবনাজ বলেন,‘ পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর মধ্যে কতোটা যে ভালোলাগা কাজ করে এটা আসলে ভাষায় প্রকাশের নয়। জন্মদিনতো আসলে একটা উপলক্ষ্য মাত্র। তবে এটা সত্যি জন্মদিন এলে আব্বা আম্মাকে খুব মিস করি। তারা বেঁচে থাকলে হয়তো আজকের এই আনন্দের মুহুর্তটা আরো ভালো লাগার হতো। দোয়া করি আল্লাহ তাদের বেহেস্ত নসীব করুন। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার আদরের দুই ছোট বোন সোনিয়া ও মৌ’কে। তারা সবসময়ই আমার বিশেষ বিশেষ দিনগুলোকে আরো বেশি বিশেষ করে তুলতে আন্তরিকভাবেই চেষ্টা করে। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা তিনি আমাকে একটি সুন্দর জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। আমি আমার স্বামী ও দুই কন্যাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি। আমার পরিবারের সবার জন্য দোয়া চাই।’

আরও পড়ুন

১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাটি মুক্তি পায়। এরপর শাবনাজ নাইমের সঙ্গেই বেশি সিনেমাতে অভিনয় করেছেন।  ১৯৯৪ সাল পর্যন্ত নাইম-শাবনাজ অভিনীত ‘চাঁদনী’,‘ সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’ ,‘লাভ’ সিমোগুলো দর্শকের কাছে বেশ দর্শকপ্রিয়তা পায়। এই সিনেমাগুলো ছিলো তখন দর্শকের কাছে ভীষণ প্রিয় সিনেমা আর জুটি হিসেবে নাইম শাবনাজও ছিলেন দর্শকের কাছে ভীষণ প্রিয় জুটি। সালশান শাহ’র সঙ্গেও শাবনাজ অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে ‘মায়ের অধিকার’,‘ আঞ্জুমান’ , ‘আশা ভালোবাসা’। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি

বগুড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি : সারজিস আলম

সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না: ড. শফিকুল

৯ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল দিল্লি