ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিন-লেবাননে আর কোনও ধ্বংসযজ্ঞ নয় : শি জিনপিং

সংগৃহিত,ফিলিস্তিন-লেবাননে আর কোনও ধ্বংসযজ্ঞ নয় : শি জিনপিং

‘ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়’ বলে জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সদস্য দেশগুলোকে ‘শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বৃহস্পতিবার শি জিনপিং বলেন, “শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্র অন্বেষণ করতে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন। এখানে চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ শুরু করে। এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

এক দিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।”

ব্রিকস আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল, এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২২টি দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাবাসীর স্বপ্নযাত্রা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু 

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু