ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাজার হাসপাতালে বিমান হামলায় নিহত ৫

গাজার হাসপাতালে বিমান হামলায় নিহত ৫, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি হাসপাতাল কম্পাউন্ডের ভেতর ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর : রয়টার্স

গতকাল রোববার (৪ আগস্ট) এ নিয়ে ইসরাইলের হামলায় মোট ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, রোববার আল-আকসা হাসপাতালের অভ্যন্তরে একটি তাঁবু লক্ষ্য করে হামলাটি চালায় ইসরাইল। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলায় তাঁবুটিতে আগুন ধরে যায়।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি তারা হাসপাতালে অবস্থারত জঙ্গিদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যারা সেখানে থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছিল। বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে গত ২৪ ঘণ্টায় পুরো উপত্যকাজুড়ে জঙ্গিদের সেলসহ মোট ৫০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।

আরও পড়ুন

হাসপাতাল কম্পাউন্ডটি দেইর আল-বালাহ এলাকায়, যেখানে উপত্যকার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া  কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

এছাড়া দেইর আল-বালাহর অন্য এলাকার একটি বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের জাবালিয়া ক্যাম্পের একটি বাড়িতে আটজন এবং একটি গাড়ির ভেতরে ইসরাইলের আলাদা হামলায় তিনজন নিহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের দিনব্যাপী  মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

চিন্ময় দাসের জামিন স্থগিত

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে চরম প্রতিশোধ বাংলাদেশের

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে আদালতে নালিশি