ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৩ সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৩ সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত, প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে রায় ঘোষণা করেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ। রায় ঘোষণার সময় এই তিন সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়া তিন সাংবাদিক হলেন- স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের মামুন রশিদ ও ঢাকা পোস্টের শরিফুল ইসলাম।

খালাস পাওয়া সাংবাদিকরা জানান, স্থানীয়, জাতীয় ও অনলাইনে, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যান সোহেল রানার ভিজিডির চাল বন্ঠন নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ ও অনলাইন রংপুরের কণ্ঠ পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলামের নামে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন চেয়ারম্যানের শ^শুর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান।

আরও পড়ুন

২০২১ সালের ৫ নভেম্বর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই তিন সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন। পরে উপজেলা ও পৌর জামায়াত নেতবৃন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব