ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

হিযবুত তাহরীর মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দু’জন আলাদা ব্যক্তি

হিযবুত তাহরীর মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দু’জন আলাদা ব্যক্তি, ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম হিযবুত তাহরী বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য নয় বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

আজ সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মাহফুজ আলমকে নিয়ে নানা গল্প ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য বলেও ফেসবুকে পোস্ট করছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীর সদস্য হিসেবে দাবি করে দেওয়া ফেসবুক পোস্টগুলো গুজব। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীর কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি উল্লেখ করে প্রেস উইং আরও জানায়, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

আরও পড়ুন

শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহফুজ আলম। তিনিও সম্প্রতি একটি পোস্টে বলেছেন যে, কখনোই তিনি হিযবুত তাহরীর বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি