ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আবুল হোসেন (৪৫) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। 

নিহত অপর দুজন হলেন- প্রাইভেটকারের চালক রহমতপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে হিমেল (২৫) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫)।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। এরপর আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। চারজনের মধ‍্যে কামরুল হাসানের শরীরের ১০০ শতাংশ, সুমি আক্তারের ৩২ শতাংশ, তোফাজ্জল হোসেনের ১০০ শতাংশ এবং আব্দুল মালেকের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. সফিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছিল। রাতে আব্দুল কুদ্দুস নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এখন মমেক হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছে।’

এর আগে, গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হিমেলের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

জয়পুরহাটের পাঁচবিবিতে আগাম আলু রোপণে ব্যস্ত কৃষক

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কুড়িগ্রামে ডাকাতকে চিনে ফেলায় যুবককে হত্যা

হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন

প্রথম আলোর সংবাদে ভুল তথ্য : প্রধান উপদেষ্টার প্রেস উইং