ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে পুকুর

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে পুকুর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে নেই রাস্তা, রয়েছে একটি পুকুর। বিদ্যালয়ে প্রবেশের রাস্তা না থাকায় গেটটি অব্যবহৃতই পড়ে রয়েছে।

জানা যায়, উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন আব্দুলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন ও শিক্ষার্থী সংখ্যা ১৪০ জন। গত দেড় বছর আগে বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল ঘিরে একটি গেট নির্মাণ করা হয়। কিন্তু বিদ্যালয়ে প্রবেশের নেই কোনো রাস্তা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ইউনিয়ন পরিষদের মাঠের ভিতর ছোট একটি গেট দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে তারা। বিদ্যালয়ের প্রধান গেট দিয়ে রাস্তা না থাকায় তা ব্যবহার করতে পারে না। আব্দুলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবর রহমান বলেন, এ বিষয়ে তিনি সঠিক বলতে পারবেন না। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের সাথে গেটের বরাদ্দ ছিল। ফলে ভবিষ্যতের ভালোর জন্য একসাথে গেটটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ ময়েনউদ্দিন শাহ বলেন, বিদ্যালয়ের জায়গা আছে পুকুরের ওপর দিয়ে। তারা সেখানে গেট নির্মাণ করেছে। আগামী দেড় মাসের মধ্যেই পুকুর ভরাট করে রাস্তা তৈরি করে দেওয়া হবে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, এ ব্যাপারে প্রধান শিক্ষক জানিয়েছেন, যিনি বিদ্যালয়ে জায়গাটি দান করেছেন তিনি আপাতত পুকুরের দখল না ছাড়ায় রাস্তা করা সম্ভব হয়নি। তবে আলোচনা হয়েছে, অল্পদিনের মধ্যেই রাস্তা নির্মাণ হবে।

উপজেলা প্রকৌশলী মো. মাসুদার রহমান বলেন, প্রায় দেড় বছর আগে বিদ্যালয়টির সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়। উভয়পক্ষ সিদ্ধান্ত নেন, পুকুরের জায়গাটা যেহেতু বিদ্যালয়ের, তাই সেখানে গেট নির্মাণ করে পরবর্তীতে আরেকটি বরাদ্দ নিয়ে রাস্তা তৈরি করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক