ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নওগাঁয় বেহাল সড়কে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ

নওগাঁয় বেহাল সড়কে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ, ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর থেকে মহাদেবপুর উপজেলার ধঞ্জইল হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন সংষ্কার না করায় কার্পেটিং ও ইট-বালু উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার প্রায় ৩০ গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মল্লিকপুর স্কুল থেকে ধঞ্জইল হাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের প্রায় পুরোটাই কার্পেটিং উঠে গেছে। এমনকি ইটের খোয়া ও বালুর মিশ্রণ পর্যন্ত উঠে গেছে। ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের জোড়া ব্রিজ থেকে ধঞ্জইল মোড় পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এলাকাবাসী বলেন, প্রায় ১০ বছর আগে মল্লিকপুর থেকে ধঞ্জইল সড়কে পাকাকরণের কাজ করে এলজিইডি। এরপর দীর্ঘদিন সংষ্কার না করায় বেহাল অবস্থা তৈরি হয়ছে। বর্তমানে সড়কে যাতায়াতসহ যানবাহন চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয় মারমা মল্লিকপুর গ্রামের রেজাউল ইসলাম, সাইদুর ও মিন্টু বলেন, ধঞ্জইল হাট থেকে মল্লিকপুর সড়কটি খুব গুরুত্বপূর্ণ।

সড়কটি দিয়ে ওই অঞ্চলের মানুষ পার্শ্ববর্তী মহাদেবপুর, বদলগাছী ও নওগাঁ শহরে যাতায়াত করেন। মহাদেবপুর উপজেলার চেরাগপুর ও নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, কীর্ত্তিপুর ও বদলগাছী উপজেলার মাতাজি এলাকার প্রায় ৩০টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে গ্রাম থেকে শহরে যাতায়াত করেন।

সড়কের বেহাল অবস্থায় এখন সেই যাতায়াত দুর্বিসহ হয়ে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণে ভারি যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে পড়েছে। এতে গ্রাম থেকে শহরে মালামাল পরিবহন করতে কষ্টসাধ্য ও খরচ পড়ছে বেশি। তাই স্থায়ী মান নির্ধারণ করে সড়কটি দ্রুত সংষ্কার বা নতুন করে কার্পেটিং করার দাবি করেন তারা।

আরও পড়ুন

চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র বলেন, গ্রামীণ জনপদের জন্য মল্লিকপুর থেকে ধঞ্জইল হাট পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন যাবত সংষ্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

তিনি বলেন, একে তো দুই উপজেলার সীমান্ত এলাকা অন্যদিকে সড়কের বেহাল অবস্থার কারণে রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিতে অনীহা প্রকাশ করেন। রাস্তাটি সংষ্কারের জন্য উপজেলা সমন্বয় সভায় একাধিকবার বলা হয়েছে তবুও কোন কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, রাস্তাটি সংষ্কার করা দরকার। এজন্য শিগগিরিই উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম