ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আ. লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

আওয়ামী লীগ পলায়নপর রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৫ মার্চ যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিলো তখন স্বাধীনতার শক্তি দাবিদার আওয়ামী লীগ জনগণকে বিপদে ফেলে ভারত পাড়ি দিয়েছিলেন।যেমনটা ৫ আগস্টও ৭১-এর ২৫ মার্চ কাপুরুষের মতো পালিয়ে গেছে। 

তিনি বলেন,  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই। তখন দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ জিয়া।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর শাহ আলী মাজারের সামনে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মঈন খান বলেন, ৭১-এর ইতিহাস, ৭ নভেম্বরের ইতিহাস, নব্বইয়ের ইতিহাস এবং জুলাই বিপ্লবের ইতিহাস একসূত্রে গাঁথা। সূত্রটি হচ্ছে গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার। এটি চাওয়া কি জনগণের অপরাধ? গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৭২ থেকে ৭৫ সালে এ আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় বাকশালি শাসন কায়েম করেছিল।

তিনি বলেন, আজ সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। বিগত ১৬ বছর কোমলমতি শিশুদের আওয়ামী বাকশালি ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বইয়ের সিলেবাস পরিবর্তন করে মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে। কিন্তু কোনো কাজে লাগেনি। ৫ আগস্ট নতুন প্রজন্মকে টিয়া পাখির মতো শেখানো ইতিহাস উপড়ে ফেলে এ নতুন প্রজন্ম এবং ছাত্রজনতা দেশে সত্যিকারের ইতিহাস উদিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

সেপ্টেম্বর-অক্টোবরে দুর্ভিক্ষের আলামত দেখছি মানুষের মনে: রিজভী

২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে দৃশ্যম থ্রি