ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

রাঙামাটির বরকলে ভারতীয় দুই নাগরিকসহ ৬ আটক

রাঙামাটির বরকলে ভারতীয় দুই নাগরিকসহ ৬ আটক

নিউজ ডেস্ক:   রাঙামাটির বরকল উপজেলায় ছোটহরিণা থেকে স্পিডবোটযোগে রাঙামাটি আসার পথে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন- সুরেশ চাকমা (৩৯), অরংখান চাকমা। তারা ভারতের মিজোরাম প্রদেশের লুংলে জেলার ক্লাবুং থানার (দিমাগরী) ত্রিপুরা ঘাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান জানান,  ভারতীয় নাগরিকদের সাথে যারা সহযোগী ছিল তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবির ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।  

বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের সঙ্গে যারা সহযোগী ছিলেন তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবির ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। বিজিবি কর্তৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

সৈয়দপুরের শিউলী বেগম উদ্যোক্তা তৈরির কারিগর

রাজনীতি মানে দেশ সম্পর্কে চিন্তা করা - ফরহাদ মজহার

শহুরে জীবনযাত্রায় পরিবর্তন আনতে চান ফারহানা রশিদ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

অস্ট্রেলিয়ার নির্বাচনে দ্বিতীয় বারের মতো জয়ি হলেন আলবানিজ