ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

নেত্রকোনায় চোরাচালানের মালামালসহ বাসের সুপারভাইজার আটক

নেত্রকোনায় চোরাচালানের মালামালসহ বাসের সুপারভাইজার আটক

নেত্রকোনার কলমাকান্দায় ঢাকাগামী বাসে তল্লাশি করে চোরাচালানের ভারতীয় কম্বলসহ বাসের সুপারভাইজার মোহাম্মদ লোকমানকে (৪৩) আটক করেছে সেনাবাহিনী।এসময় সাতটি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাবনি এলাকায় ‘পাহাড়ি ট্রাভেলস’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাচালানের সাতটি ভারতীয় কম্বল পাওয়ায় সুপারভাইজাকে আটক করা হয়।

কলমাকান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১২টার দিকে কলমাকান্দা থেকে ঢাকা যাচ্ছিল পাহাড়ি ট্রাভেলস নামে একটি বাস। গোপন সংবাদে উপজেলার বাবনি এলাকায় আঞ্চলিক সড়কে বাসটি থামিয়ে তল্লাশি চালায় সেনা ক্যাম্পের সার্জেন্ট নাসিরের নেতৃত্বে একটি অপারেশনাল টিম। তল্লাশি করে বাসে লুকানো চোরাচালানের মাধ্যমে আনা সাতটি ভারতীয় কম্বল পাওয়া যায়। এর সঙ্গে জড়িত থাকায় বাসের সুপারভাইজার মোহাম্মদ লোকমানকে আটক করা হয়। কম্বলগুলো কলমাকান্দা থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে জানায় লোকমান। জব্দ করা কম্বলসহ আটক সুপারভাইজারকে কলমাকান্দা থানায় হম্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

সেনা কর্মকর্তার আরও জানান, আটক লোকমান প্রায়ই সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল বাসে করে কলমাকান্দা থেকে ঢাকায় পাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, কম্বলসহ এক ব্যক্তি আটকের খবর পেয়েছি। তবে এখনও তাকে থানায় হস্তান্তর করেনি। থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

শহীদমিনারে সায়ান-এলিটা, সঙ্গে ২ হাজার ড্রোন

সরকারি ব্যবস্থাপনার হাজিরা ফেরত পাবেন বেঁচে যাওয়া টাকা

ময়মনসিংহে জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম