ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম লোগাং সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর ) বিকেলে ২০৩ পদাতিক ব্রিগেডের আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

এ মেডিকেল ক্যাম্পেইনের প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও গরীব মানুষদের চিকিৎসাসেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। খাগড়াছড়ি জোনের আওতাধীন সব ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের মেজর মো. জায়েদ-উর রহমান অয়ন, ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এছাড়া এমডিএস মেডিকেল অফিসার মেজর তুরফা ইসলাম, ক্যাপ্টেন তাসমিয়া শরিফ, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এতে অংশ নেন।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা চাই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা