বগুড়া জেলা পুলিশের অভিযান
রংপুর ও গাইবান্ধা থেকে চোরাই ৩ মোটরসাইকেলসহ গ্রেপ্তার চার
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পুলিশ অভিযান চালিয়ে রংপুর ও গাইবান্ধা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তারসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে। গতকাল শুক্রবার বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা সদরের মালিবাড়ী ফকিরপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৯), একই উপজেলার দক্ষিণ দূর্গাপুরের রানু মিয়ার ছেলে আব্দুল হান্নান হিরু (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া এলাকার মৃত রহিম উল্লাহ'র ছেলে কেরামত আলী (৪৫) এবং রংপুর মিঠাপুকুরের মুরারীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (৩৭)।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২ নভেম্বর বগুড়া সদরের সাবগ্রাম হাট এলাকা থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (বগুড়া-ল-১১-১৪৮২) চুরি হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন গাবতলী উপজেলার শাহ জামাল।
ওই মামলার সূত্র ধরে পুলিশ গতকাল শুক্রবার বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় লাল, কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি'র ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনপুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আশরাফুল চারটি চুরিসহ ৬ মামলার আসামি। কেরামত আলীর বিরুদ্ধে একটি চুরি, আব্দুল হান্নান হিরুর বিরুদ্ধে একটি চুরি, ইসমাইলের বিরুদ্ধে একটি চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন বগুড়াসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করত তারা এবং নিজেরা বিক্রেতা সেজে বেচাকেনায় জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।
মন্তব্য করুন