বগুড়ার সোনাতলায় ৩শ’ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় এক কৃষকের ৩শ’টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাতলা সদর ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের মৃত ছায়েদ আলী প্রামানিকের ছেলে মোস্তাফিজার রহমান প্রামানিকের পৈত্রিক সম্পত্তিতে প্রায় দেড় বছর আগে বিভিন্ন প্রজাতির গাছ লাগান। এক পর্যায়ে গত ৩০ নভেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন