ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

বগুড়া আইন কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আল মাহমুদের ইন্তেকাল

বগুড়া আইন কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আল মাহমুদের ইন্তেকাল

কোর্ট রিপোর্টার : বগুড়া আইন কলেজের অধ্যক্ষ, প্রবীণ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, বগুড়া এডভোকেটস বার’র সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জিপি বীর মুক্তিযোদ্ধা এড. আল মাহমুদ গতকাল শক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এড. আল মাহমুদের প্রথম নামাজে জানাজা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বগুড়ার জিপি শফিকুল ইসলাম টুকু, বগুড়া বার’র সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, ডা. এএইচএম মশিহুর রহমান, এবিএম জহুরুল হক, এড. একেএম সাইফুল ইসলাম, এড. মোজাম্মেল হক ও প্রয়াত এড. আল মাহমুদের ভাই এড. এসএম আলতামাস। পরে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে এড. আল মাহমুদদের মরদেহ তার গ্রামের বাড়ি ধুনট উপজেলার ভুবনগাতী গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী একেএম মাহবুবর রহমান, সাবেক পিপি এড. আব্দুল মতিন, এড. সাখাওয়াত হোসেন মল্লিক, এড. আবুল কালাম আজাদ, এড. আলতাফ মাহমুদ, এড. নুরুল ইসলাম আকন্দ, এড. সাইফুদ্দীন সাইফুল প্রমুখ।

আরও পড়ুন

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া শাখার সভাপতি এড. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম আকন্দ, বগুড়া চেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনির।

অনুরূপ শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম রোলা, মন্তেজুর রহমান আঞ্জু, আলী এখতিয়ার তাজু, মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রসিদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বিন আনিস হিল্লোল, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সনেট, কোষাধ্যক্ষ ইসতিয়াক আহম্মেদ ইসতি, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতিমা লিসা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর আলম হিমেল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাজী মুহ. মুনজুরুল হক, নির্বাহী সদস্য যথাক্রমে: রেজাউল করিম ডল, তপন কুমার পোদ্দার, তনছের আলী প্রাং, শফিকুল বারী বাবু, জাকিয়া সুলতানা, রফিকুল বারী মনা, মঈনুল ইসলাম স্বপন, ছানাউল হক খান জাহেদী, শাহরিয়ার মোর্শেদ আশিক ও অফিস সেক্রেটারি রাব্বী আলামিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত