বগুড়ার শেরপুরে ইউপি সদস্য যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সুঘাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলের দিকে অভিযান চালিয়ে পৌরশহরের স্থানীয় বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও সুঘাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আগামীকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন