ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে বিজিবি।গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। তারা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামে নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতদের ভূজপুর থানায় হস্তান্তরের করা হয়েছে। 

আরও পড়ুন

 

রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি করা হবে: জ্বালানি উপদেষ্টা

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

সংস্কারের জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন : মির্জা ফখরুল

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা