ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফ’র দফায় দফায় গুলিবর্ষণ, আতঙ্ক

রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফ’র দফায় দফায় গুলিবর্ষণ, আতঙ্ক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গত শনিবার গভীর রাতে তিন দফায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারঘাটের ইউসুফপুর বিওপি’র সীমান্ত পিলার ৭২/২-এর পাশে করারনাশ চর ও হবির বাতান চরের কাছাকাছি জায়গায় বিএসএফ গুলি চালায়। প্রথম দফায় রাত ২টা ৩৮ মিনিটে ১২-১৪ রাউন্ড, পরে ২টা ৪৫ মিনিটে আবারও ৬-৮ রাউন্ড ও সর্বশেষ ২টা ৫০ মিনিটে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে কাদের উদ্দেশ্য গুলি চালানো হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি। কোনো হতাহতের ঘটনারও খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে বিজিবি ও বিএসএফ’র যৌথ টহল ছিল। এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে মাঝরাতে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে বিএসএফ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, ইউসুফপুরসংলগ্ন পদ্মা নদীর হবির বাতান চরের একটা অংশে বাংলাদেশি কৃষক গম, মসুর, সরিষাসহ নানা ফসলের আবাদ করেছেন। আগে বিএসএফ ক্যাম্প অনেকটা দূরে থাকলেও গত ১৫-২০ দিনের মধ্যে তা সরিয়ে একেবারে সীমান্তের জিরো পয়েন্টে এনে স্থাপন করেছে। এতে কৃষকরা চরে চাষাবাদ নিয়েও বিপাকে পড়েছেন।

ভয়ে অনেক কৃষক চরেও যেতে পারছেন না। তিনি আরও বলেন, গত ২ অক্টোবর বিএসএফ’র টহল দল তোফাজ্জল ও মানিক নামে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। এরই মধ্যে গভীর রাতে ব্যাপক গুলির শব্দে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সীমান্তের কাছাকাছি না যেতে সবাইকে সতর্ক করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা

টুঙ্গিপাড়ায় পুকুরে গোসল করা নিয়ে সংঘর্ষে আহত ১৫

যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

চকরিয়ায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে : নাহিদ