ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

মিরসরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মিরসরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩ হাজার ৯শ' পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২৮) ও জাবের প্রকাশ রানা (২৬) নামের দুজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার মূল্য প্রায় ১১ লক্ষ ৭০ হাজার টাকা।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। ওইদিন সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

এরআগে, সোমবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত একটি টয়োটা গাড়ি জব্দ করা হয়।

আটককৃত আরিফুল কক্সবাজার পৌঁরসভার পেশকারপাড়া এলাকার মৃত মোহাম্মদ শাহজাহানের পূত্র। অন্যজন কক্সবাজার জেলার ঈদগাঁও থানার গোনাপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদ-এর পুত্র রানা।

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনার সময় টয়োটা কোম্পানীর Super GL মডেলের হাইস গাড়ির গতিবেগ সন্দেহ হলে সিগনাল দিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর বিশেষ স্থানে ৩ হাজার ৯শ' পিস ইয়াবা পাওয়া যায় উপস্থিত স্বাক্ষিদের উপস্থিতিতে জড়িতদের আটক করা হয়।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে। তাদেরকে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী