ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

নায়ক প্রসঙ্গে ক্ষোভ ঝারলেন সোনাক্ষী

নায়ক প্রসঙ্গে ক্ষোভ ঝারলেন সোনাক্ষী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : অনেক সময় দেখা যায়, চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স বেশি মনে হয়। সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি সময়ের আলোচিত এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়; ৬০ ছুঁই ছুঁই। কিন্তু তার হয়তো সবে ২৫ পেরিয়েছে-এমন ভাব নিয়েই বলিউডে চলাচল করেন।  উল্টোটা কল্পনাও করা যায় না। নির্দিষ্ট বয়স পার হলেই বরং কাজ আসা কমতে থাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনাক্ষী বলেন, এ ধরনের প্রত্যাশা একজন পুরুষের কাছ থেকে আশা করা যায় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাদের বয়স নিয়ে কটাক্ষ করা হয় না। নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাদের কিছু বলা হয় না। অভিনেত্রী বলেন, এমনকি আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি-আমাকে নাকি পর্দায় তার চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এ ধরনের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষের সঙ্গে আমি কাজই করতে চাই না। নারীদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অথচ দিনের শেষে আমরা প্রত্যেকেই শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তার চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।

আরও পড়ুন

উল্লেখ্য, চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেন, আমি অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি আজিজুল হক কলেজ গেটে রেল ঘুমটি ও গেটম্যান দাবি শিক্ষার্থীদের | Daily Karatoa

প্রধানমন্ত্রী-স্পিকারের আগে মাননীয় বলা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম- মির্জা ফখরুল | Daily Karatoa

বৃহস্পতিবার এসএসসির ফল , জানা যাবে যেভাবে

দেশজুড়ে সকাল-সন্ধ্যা চলে ‘বাংলা ব্লকেড’

বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: সত্যতা পেয়েছে বিবিসি