ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাব্বিরকে। 

আজ সিলেটে দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মাহমুদ নিজেই এ কথা জানান। মাহমুদ বলেন, সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কারণ দলীয় সমন্বয় আর অন্য একটি ইস্যু আছে। ঢাকার প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া সাব্বির এরপর একদিন দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। অথচ দলের কাউকে তিনি জানাননি। এই প্রসঙ্গ টেনে মাহমুদ বলেন, দলীয় অনুশীলনে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে সে অনুশীলনে আসেনি। এই ব্যাপারটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলতে পারেন। এজন্য তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি।

এরপর সাব্বিরকে ডেকে অনুশীলন না করার কারণ জানতে চান মাহমুদ। তখন প্রধান কোচের কাছে দুঃখ প্রকাশ করেন সাব্বির। মাহমুদ বলেন, পরে সে আমাকে বলেছে, আমি দুঃখিত। আপনি রাগ কইরেন না।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র