ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

চিকিৎসাধীন খালেদা জিয়া খবর নিলেন দেশবাসীর

চিকিৎসাধীন খালেদা জিয়া খবর নিলেন দেশবাসীর, ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান।

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এসময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস জানান, গত ১৮ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। উনি এখন ভালো আছেন। তার পরীক্ষা নিরীক্ষা চলছে। ম্যাডাম যদি আরও আগে চিকিৎসাটা পেতেন হয়তো আরও সুস্থ থাকতেন। খালেদা জিয়াকে আওয়ামী সরকার অসুস্থ করেছে অভিযোগ করে তিনি বলেন, একটা মানুষ যতটা সুস্থ থাকা দরকার ম্যাডামকে ততটা সুস্থ থাকতে দেওয়া হয়নি। তিনি এখন কিছুটা ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হবার পর রাজনৈতিক কোনও নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে মীর্জা আব্বাস বলেন, এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কোনো কথা আমরা বলিনি। তবে দেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারেপারসন। 

আরও পড়ুন

শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

মিটফোর্ড হত্যাকাণ্ডে উদ্বেগ মির্জা ফখরুলের

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, গ্রেফতার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ২ লাখ টাকা জরিমানা

স্বৈরাচারের দোসর চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রেজাউল করিম বাদশা