ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার ধুনটে ইউনিব্লকে ভাঙাচোরা সড়ক সংস্কার কাজ শুরু, জনমনে স্বস্তি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটের মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামে এক কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ চার বছর পর শুরু করা হয়েছে। সড়কটি সংস্কার কাজে ইট-বিটুমিনের পরিবর্তে ইউনিব্লক ব্যবহার করা হবে। গতকাল সোমবার ঠিকাদার প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব ইউনিব্লক প্রযুক্তিতে সড়কের সংস্কার কাজ  শুরু করে। ভাঙাচোরা সড়কটির  ভগ্নদশা নিয়ে দৈনিক করতোয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশের ৫ মাস পর এলজিইডি’র অর্থায়নে সংস্কার কাজ শরু করা হয়। ফলে এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ১৫বছর আগে শ্যামগাতী গ্রামের ১ কিলোমিটার সড়ক পাকা করা হয়। পরবর্তীতে এ সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগের সৃষ্টি হয়। পাকা সড়কটি প্রায় চার বছর ধরে মরণফাঁদে পরিণত হয়।

এ অবস্থায় সড়কটির বেহাশদশা নিয়ে ২০২৪ সালের ৩০ জুলাই ধুনটে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা পাকা সড়কে মরণফাঁদ, চরম দূর্ভোগ-শিরোনামে দৈনিক করতোয়া সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি এলজিইডি কর্তৃপক্ষের নজরে এলে সড়কটি সংস্কার কাজের সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে দরপত্র আহবানের মাধ্যমে জামিল কন্ট্রাকশন নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০২৪ সালের ১০ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়েছে। ইউনিব্লক প্রযুক্তিতে এক কিলোমিটার পাকা সড়ক সংস্কারে ব্যায় ধরা হয়েছে প্রায় ৬৬ লাখ টাকা। আগামী ১৬ মার্চের মধ্যে কাজ শেষ করার মেয়াদ রয়েছে।

আরও পড়ুন

উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, সড়কটির বেহালদশার কারণে যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। দুর্ভোগে নাকাল এলাকাবাসি। অবশেষ সড়কের সংস্কার কাজ শুরু করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সাধারণ ইট-বিটুমিনের চেয়ে ইউনিব্লকের সড়ক বেশি টেকসই। নির্মাণ খরচ বেশি লাগলেও রক্ষণাবেক্ষণ খরচ একেবারেই কম। তাই পরিবেশবান্ধব ইউনিব্লক দিয়ে সড়ক নির্মাণ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস