ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার ধুনটে গৃহকর্তাকে বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি

বগুড়ার ধুনটে গৃহকর্তাকে বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে নাসিম মিয়া নামে এক অটোরিকশা চালকের বাড়িতে রাতের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা ঘরের খুঁটির সাথে গৃহকর্তার হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও অটোরিকশার ব্যাটারি নিয়ে যায়। নাসিম মিয়া ওই গ্রামের শামছুল হক তরফদারের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় রাত ৩টায় সিঁধ কেটে চারজনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা নাসিম মিয়ার মুখ বেঁধে বুকে চাকু ধরে বাক্সের চাবি কেড়ে নেয়। এরপর তারা নাসিম মিয়ার হাত-পা বাঁধে এবং ঘরের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখে।

এসময় ডাকাত দলের সদস্যরা ঘরে রাখা বাক্সের তালা খুলে প্রায় তিন লাখ টাকা এবং অটোরিকশার পাঁচটি ব্যাটারি নিয়ে যায়। ডাকাতি শেষে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় এবং নাসিম মিয়ার গোঙ্গানির শব্দে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। তখন স্থানীয়রা ঘরে ঢুকে নাসিম মিয়ার হাত-পা ও মুখের বাঁধন খুলে দেন।

আরও পড়ুন

এ ঘটনার সংবাদ পেয়ে আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডিতরা খালাস, ঈশ্বরদীতে আনন্দ র‌্যালি

রমজানে দেশ লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন দুই সহস্র্রাধিক দরিদ্র রোগী

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

সার্জারি করে প্রাণ হারালেন মেক্সিকান মডেল

রংপুর জেলার ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতারা দুর্ভোগের শিকার