ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন দুই সহস্র্রাধিক দরিদ্র রোগী

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন দুই সহস্র্রাধিক দরিদ্র রোগী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা শিবিরে চিকিৎসা দেয়া হয়েছে দুই সহস্র্রাধিক রোগীুকে। যারা শিবিরে এসে চিকিৎসা নিয়েছেন তাদের বেশির ভাগই দরিদ্র। রোগীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

আয়োজকরা বলছেন, এটি এখন জেলার সব থেকে বড় ও ধারাবাহিক বিনামূল্যের চক্ষু শিবির। গত কয়েক বছরের ন্যয় এবারও শিবির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিকিৎসা সহায়তা কেন্দ্র। সার্বিক সহায়তা করে ঢাকার ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা  আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। চক্ষু শিবিরে ৫০৬ জন রোগী নির্বাচিত করা হয় যাদের ঢাকার বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি (ক্যাটার‌্যাক্ট) অপারেশন করা হবে। বিনামূল্যে সংযোজন করা  হবে লেন্স। প্রয়োজনীয় সকল ওষুধ, ড্রপ, চশমা দেয়া হবে।

আরও পড়ুন

ঢাকা যাতায়াতের জন্য কখনও রোগীদের সামান্য কিছু খরচ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আয়োজকরা ডোনার যোগাড় করে সেটিরও ব্যবস্থা করেন। ফলে গ্রামাঞ্চলের দরিদ্র রোগীরা যারা কখনও চিকিৎসা করেননি বা চোখ থাকতেও দীর্ঘদিন পৃথিবীর আলো বঞ্চিত তারা উপকৃত হন সব থেকে বেশি। আবার কিছু রোগির ফলোআপ চিকিৎসার দরকার হয়। তারা শিবিরে এসে সে কাজটিও সেরে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে