ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বিএনপি নেতার ঘরে আগুন ও চুরির অভিযোগ

বগুড়ার ধুনটে আ’লীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে আ’লীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পদক সবুজ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র কোষাধ্যক্ষ অলোয়া গ্রামের আশাদুল ইসলাম বাদি হয়ে শনিবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বিএনপি নেতা আশাদুল ইসলাম একজন মৎস্যচাষি। তিনি উপজেলার চকমেহেদী গ্রামের রহুয়ার বিল নামে সরকারি জলাশয় ইজারা নিয়ে সেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন। ওই জলাশয় পাহারার জন্য জলাশয়ের পাড়ে টিনের একটি ঘর তৈরি করেছেন।

পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা হাসান আহম্মেদ জেমস মল্লিক ও তার লোকজন ২০২৪ সালের ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় ওই জলাশয়ে যান। তারা সেখানে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন।

আরও পড়ুন

এসময় তারা ক্ষুব্ধ হয়ে জলাশয়ের পাড়ের ঘরে আগুন দেন। এছাড়া মাছ চাষে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রীসহ প্রায় সোয়া তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। ঘটনার পরের দিন বিএনপি নেতা থানায় লিখিত অভিযোগ দেন।

থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে শনিবার রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত