ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ব্যক্তি ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।’

একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আরও পড়ুন

 

সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। আজ সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শানাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক