ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন।

নিহত আরাফ হোসেন (৪) উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের অলিউল্লাহর ছেলে। জামাল উদ্দিন (৪৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশাইর গ্রামের মৃত শহীদের ছেলে। অন্যদিকে, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ময়লা ছাপা লুঙ্গি ও একাধিক শীতের কাপড় রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী হবেন। 

আরও পড়ুন

কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন জানান, পৃথক তিনটি ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে সেখান থেকে দুটি লাশের ব্যাপারে থানাকে জানানো হলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ দুইজনের লাশহ উদ্ধার করে। তবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে একজনের ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। উদ্ধারকৃত দুটি লাশের ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী