ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৫২

অপারেশন ডেভিল হান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৫২

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১২ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনসহ মোট ৫২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ৪০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেন (৩২), যুবলীগ কর্মী সুমন (৩৯), আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), সাবেক বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগ কর্মী বাসেদ মিয়া (৪২), রুপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সদস্য মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব