ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বগুড়ার শিবগঞ্জে ভূমিহীনদের বাড়ি ভাংচুরের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ভূমিহীনদের বাড়ি ভাংচুরের অভিযোগ। প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে প্রভাবশালী কর্তৃক ভূমিহীনদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী শিবগঞ্জ উপজেলার নাটমরিচায় গ্রামের  আব্দুল হান্নান।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯১ সালে জেলা প্রশাসক কর্তৃক ৫২টি পরিবারের মধ্যে ৮  শতাংশ করে জমি ৯৯ বছরের জন্য লিখিতভাবে লিজ প্রদান করে। সেই জমি গুলোর মধ্যে ২ শতক জমি শিবগঞ্জ-আলিয়ারহাট রোডের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আরও ২ শতক জমি অন্য মৌজায় অন্তর্ভুক্ত হওয়াতে রেকর্ড হয়নি। পূর্বে সেই জমি গুলো রেকর্ড না হওয়ায় প্রতিপক্ষের লোকজন জমির মালিকানা দাবি করে দখল করতে আসলে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে এবং এখন পর্যন্ত মামলা চলমান রয়েছে।

এমতাবস্থায় গতকাল মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় একই এলাকার ঠান্ডা মিয়াসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি গুলো দখল করতে যায় এবং বাধা প্রদান করলে মো. হান্নান আকন্দের স্ত্রী মোকসেদা বেগম (৪০) কে বেপরোয়াভাবে মারধর করে এবং বাড়িঘরে হামলা ও ভাংচুর করে  লুটপাট চালায়।

আরও পড়ুন

এ সময় হামলাকারীরা প্রায় ৬০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। বর্তমানে আহত  মোকসেদা বেগম শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড