লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দু’জন ঢাকায় গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা কামরুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাতে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ ২ ও ধানমন্ডির সোবাহানবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু বক্কর সিদ্দিক শ্যামল হাতীবান্ধা উপজেলার মধ্যগুড্ডিমারি এলাকার আতিয়ার রহমানের ছেলে ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং হাতীবান্ধা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুনতার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগী কামরুল হাসান নিষিদ্ধ ঘোষিত পাটগ্রাম উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতা সরদার পাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন